নিজস্ব প্রতিবেদক : টানা ৫ম বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনূর রশীদ চৌধুরী। এছাড়াও জেলার শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক হয়েছেন একই থানার মো. মাহবুবুল আলম।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় পুলিশ হেডকোয়াটার্সে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান, পিপিএম (বার) শ্রেষ্ঠ ওসি মো. হারুনূর রশীদ চৌধুরী ও শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক মো. মাহবুবুল আলমের হাতে শ্রেষ্ঠত্বের পুরষ্কার তুলে দেন।
জানা যায়, অভিন্ন মানদণ্ডের আলোকে ২০২৩ সালের আগস্ট মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন মো. হারুনূর রশীদ চৌধুরী। এছাড়াও দ্বিতীয় বারের মত একই থানার শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক নির্বাচিত হন মো. মাহবুবুল আলম।
অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জবৃন্দ।
শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনূর রশীদ চৌধুরী বলেন, আমার শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। আমি শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করলাম।