গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট-৬ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ও খেলাফত মজলিস যুক্তরাজ্য দক্ষিণ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন,'অতীতে আপনারা ভোট দিয়ে অনেক এমপি বানিয়েছেন কিন্তু গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর ভাগ্যন্নোয়নে কোন কাজ করেন নাই। যা হয়েছে প্রবাসীদের উদ্যোগে আমরা দৃশ্যমান দেখতেছি। যদি আপনারা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসী কোন আলেমকে নির্বাচিত করেন, আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের যে কোন প্রয়োজনে দুঃখ-দুর্দশা লাঘবে আমি কাজ করে যাব। আপনারা আমাদের সাপোর্ট দিবেন।'
তিনি বলেন,'আমি জনগণের পাশে যাব, তাদের জিজ্ঞাসা করব কার কি প্রয়োজন রয়েছে। কোন কোন এলাকায় রাস্তাঘাট-স্কুল-পানি নিষ্কাশনের প্রয়োজন রয়েছে। যা যা সমস্যা রয়েছে সমস্যা সমাধানে আমি চেষ্টা করব। অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কাজ করব।'
তিনি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে গোলাপগঞ্জ পৌর শহরের একটি হলরুমে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত 'দায়িত্বশীল সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দায়িত্বশীল সমাবেশে গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, নুরুল হক, গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি আব্দুস সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক ড.এনামুল হক শাহ, উপজেলা দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ নুরুল ইসলাম, শ্রমিক মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইছরাব আলী, সহসভাপতি জুনেদ আহমদ, ইসলামী যুব মজলিস গোলাপগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদ খান, লক্ষণাবন্দ ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাহবুব আহমদ শাহনুর, আলীনগর ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক একরামুল হক চৌধুরী, বাঘা ইউনিয়ন সাধারণ সম্পাদক মাস্টার শিপার আহমদ, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি সাব্বির আহমদ৷
দায়িত্বশীল সমাবেশ পরবর্তী গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে মাওলানা সাদিকুর রহমান নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এসময় গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিস, যুব-ছাত্র ও শ্রমিক মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।