বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।
গতকাল (৮ সেপ্টেম্বর) শুক্রবার রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সদর ইউনিয়নের ভেড়াখাল গ্রামের মৃত হাজী মো. আবদাল মিয়ার ছেলে মো. আবু বক্কর সিদ্দিক তালুকদার, পূর্ব গৌরীপুর ইউনিয়নের কায়েস্থঘাট গ্রামের মৃত মোশারফ আলী ছেলে নূর ইসলাম ও একই গ্রামের মো.লাল মিয়ার ছেলে আহমদ আলী (৩৫)।
বালাগঞ্জ থানা সূত্র জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে পাঃ জারী- ২৩১/২৩ এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আবু বক্কর সিদ্দিক তালুকদার বালাগঞ্জ জিআর-৩৫/২০১২ এর ওয়ারেন্টভুক্ত দুই বছরের সশ্রম কারাদন্ড ও ৩,০০০/-হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামি, নূর ইসলাম নারী ও শিশু-৪৪৪/১৪ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও আহমদ আলীকে গ্রেপ্তার করা হয়।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ৩জন আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।