বালাগঞ্জ প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষক পদক-২০২৩ সিলেটের বালাগঞ্জ উপজেলা পর্যায়ে এবার শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নিবার্চিত হয়েছেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা পূজা পরিষদের সভাপতি ও বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) সুধাংশু রঞ্জন চক্রবর্তী, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক।(মহিলা) শিরিন আক্তার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) সুভাষ চন্দ্র ধর ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) কলিকা ধর, শ্রেষ্ঠ কাব শিক্ষক নাজমিন নাহার বেগম, শ্রেষ্ঠ কর্মচারী সত্যব্রত ধর, শ্রেষ্ঠ বিদ্যালয় বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার ও সদস্য সচিব ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রকীব ভুঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।