বিশ্বনাথ প্রতিনিধি : সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ কমে যাওয়ায় অপরাধ বেড়েই চলেছে। আগে একসময় ছিল ছোটখাটো কিংবা বড় ঘটনা সামাজিকভাবে শেষ হয়েছে। বর্তমানে এগুলো কমে গেছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি ও তার পরিবারের পক্ষ থেকে দারিদ্র মানুষের মধ্যে ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
তিনি আরও বলেন, থানা হচ্ছে অভিযোগ কেন্দ্র, সেখানে নিজে গিয়ে অভিযোগ দেবেন, কোনো দালালদের তদবির সেখানে চলবে না। সিলেটের মানুষের আইনী সেবা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।
চেয়ারম্যান আরশ আলী গণির সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য রইসুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, শ্রমিক লীগ নেতা মনর আলী, সংগঠক আব্দুল্লাহ আল মামুন।
স্বাগত বক্তব্য রাখেন মাস্টার সোহেল আহমদ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাহাত আহমদ।