নিজস্ব প্রতিবেদক : রোটারেক্ট ক্লাব অফ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এসআইইউ এর নবনিযুক্ত উপাচার্য ও ক্লাবের উপদেষ্টাদের সংবর্ধনা সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম আমিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য রাকিবুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মাহিম ইসলাম চৌধুরী।
পরে রোটারেক্ট পারপাস পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ।
এসময় ক্লাবের নতুন উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম এ জি আসিফ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রনব কান্তি দেব, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক প্রনব সাহা, ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মাসুদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি অমিত লাল দাস, এমদাদুল হক মিলন, রাহিত পারভেজ জয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের কার্যক্রম অব্যাহত রাখতে এবং ক্লাবের সকল ধরনের সহযোগিতার জন্য আশ্বাস দেন উপাচার্য। শেষে ক্লাবের সাবেক সভাপতি অমিত লাল দাসের বোর্ড অব থ্যাংকস এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে রোটারেক্ট ক্লাব অফ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে ইউনিভার্সিটি এর নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড.আশরাফুল আলম এবং তাদের ক্লাবের ৫ জন উপদেষ্টাদের সংবর্ধিত করা হয়।