বিশ্বনাথ প্রতিনিধি : ওমানে ভবন ধসে সিলেটের বিশ্বনাথ উপজেলার আব্দুর রহিম (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
তার উপজেলার ধীতপুর গ্রামের ছিদ্দেক আলীর পুত্র। তিন সন্তানের জনক তিনি।
জানা গেছে, ওমানের ধোকারে একটি ভবনে একই কক্ষে দুইজন শ্রমিক বসবাস করতেন। ঘটনার দিন নিহত আবদুর রহিম নিজে নাস্তা তৈরি করছিলেন ও অপরজন বাহিরে ছিলেন। বাহির থেকে বাসায় ফিরে দেখতে পান ভবনটি ধসে পড়েছে। সাথে সাথে সিভিল সার্জনসহ আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা এসে তার মৃত দেহ উদ্ধার করেন। পরে তার এক বন্ধুর মাধ্যমে আবদুর রহিমের পরিবারে খবর দেন।
আজ বৃহস্পতিবার (৩১ আগষ্ট) তার লাশ দেশে আসলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। আত্মীয় স্বজনের উপস্থিতিতে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে স্থানীয় চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার বলেন, তার পরিবারের মানুষের আহাজারি দেখে ও তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোকাহত হয়েছি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।