বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থে গরীব অসহায় মানুষের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের সভাপতিত্বে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, খেটে খাওয়া মানুষের অধিকার বাস্তবায়ন করা জনপ্রতিনিধির কাজ। কেউ কেউ জনপ্রতিনিধি হয়ে আলাদীনের চেরাগ পেয়ে যায়, মনে করে সে অনেক কিছু হয়ে গেছে। মানুষের কথা বাদ দিয়ে নিজের পকেট ভরে। এমন জনসেবক হতে চাই না" সকল ধরনের দূর্নীতি ও অনিয়মের উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নলামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া,নদৌলতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজ আরব খান,নবিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, পশ্চিম পৈলণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী গোলাম রাব্বানী সুমন, উপজেলা নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ জামাল উদ্দিন ও মিজানুর রহমান মিজান, কমিউনিটি নেতা শাহীনুর পাশা চৌধুরী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক পনঞ্জয় বৈদ্য অপু, আহমদ আলী হিরন, আবদুস সালাম, নুর উদ্দিন প্রমুখ।