কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ফটোগ্রাফারদের ঐতিহ্যবাহী সংগঠন কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির ২০২০-২৪ সেশনে ফটোগ্রাফার শরিফ আহমদকে সভাপতি ও সাংবাদিক কবির আহমদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন সুমন, সহ সভাপতি ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, আলমগীর হোসেন নিলয়, অর্থ সম্পাদক আক্তার হোসেন রাফি, সহ অর্থ সম্পাদক জিহাদ আলী, সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন মিন্নত, সহ-সাংগঠনিক সম্পাদক আতিক হাসান রবি ও জাবেদ আহমদ, অফিস সম্পাদক মাঈনুল ইসলাম, আলোকচিত্রী সম্পাদক মোঃ আব্দুল্লাহ, প্রচার সম্পাদক কামরান উদ্দিন রায়হান, সহ প্রচার সম্পাদক রাসেল আহমদ,
সমাজ কল্যাণ সম্পাদক ইকবাল হোসেন,
পর্যটন বিষয়ক সম্পাদক সিয়াম আহমদ রবি, কার্যকরী সদস্য ফখর উদ্দিন, আব্দুল মতিন, সাচ্চা মিয়া।
