গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে এক গৃহবধূকে স্বামী-শ্বশুর মিলে যৌতুকের জন্য নির্যাতন ও শ্বশুর কর্তৃক পুত্রবধূকে যৌন হয়রানির অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তারকে করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বহরগ্রামে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের বাড়ি উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বহরগ্রামের আব্দুল কাদির চুনু মিয়ার ছেলে জহিরুল ইসলাম শান্ত ও তার পিতা মৃত ওয়াহিদ আলীর ছেলে আব্দুল কাদির চুনু মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, নির্যাতিত ও যৌন হয়রানির শিকার ওই গৃহবধূ তার স্বামী ও শ্বশুরকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে
গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং- ৭, তাং- ০৫/০৯/২২ ইং) দায়ের করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারের পর আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
