গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে
আব্দুর রহমান সামি (১৫) নামের নিখোঁজ সেই কিশোরকে পাওয়া গেছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রামে তার পিতার এক আত্মীয়ের বাড়িতে তাকে পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে সামির ফুফাতো ভাই মাহমুদুল হাসান মাহি বলেন- 'গত ২ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০ টার দিকে সামি দোকানে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। সম্ভাব্য সকল স্থানে খুঁজাখুঁজি করেও তার খুঁজ পাওয়া যায়নি। অবশেষে আজ সন্ধ্যায় আমরা জানতে পারি সে তার পিতার এক আত্মীয়ের বাড়িতে রয়েছে। পরে সেখান থেকে গিয়ে আমরা তাকে নিয়ে আসি।'
এর আগে গতকাল রোববার রাতে অনলাইন গণমাধ্যম আলোচিত সিলেট-এ 'গোলাপগঞ্জে এমসি একাডেমির ছাত্র নিখোঁজ, সন্ধান কামনা' শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি সকলের দৃষ্টি গোচর হয়।
উল্লেখ, এ ঘটনায় তার মা রুবি বেগম গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (ডায়েরি নং- ১৮৭, ৪-৯-২২ইং) দায়ের করেন। সে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রামের প্রবাসী আজিম উদ্দিনের ছেলে। বর্তমানে তারা পৌরসভার পাশে একটি বাসায় ভাড়া থাকেন। সে গোলাপগঞ্জ এমসি একাডেমির ১০ম শ্রেণির ছাত্র।
