আলোচিত সিলেট ডেস্ক : সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকায় নিজ জমিতে কৃষিকাজ করা অবস্থায় বজ্রাঘাতে ৫০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। মারা যাওয়া আবদুস ছালাম স্থানীয় আবদুল মনাফের ছেলে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল অনুমান ৬-৬.৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির জালালাবাদ থানার এসআই মো. সালাহ্ উদ্দিন।
তিনি বলেন- ‘সকালে মারা যাওয়া আবদুস ছালাম নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। কিন্তু ভারি বর্ষণের সময় বজ্রাঘাতে তিনি মারা যান। আমরা আইনি প্রক্রিয়া শেষে মারা যাওয়া ব্যক্তির পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।’
