মো: রিয়াজ উদ্দিন : বার বার সংসদ সদস্য নির্বাচিত হলেও নিজ উপজেলার মানুষের কাছ থেকে অনেকটাই দূরে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
করোনাকালীন সময় তাকে নিজ উপজেলায় দেখা যায় নি। দুই উপজেলার সড়কের বেহাল অবস্থা। প্রতি নির্বাচনের সময় মানুষকে বিভিন্ন আশ্বাস দিলেও নির্বাচনে বিজয়ী হওয়ার পর উধাও হয়ে যান তিনি। যে কারণে তাকে ঘিরে মানুষের মধ্যে এক তিক্ততা সৃষ্টি হয়েছে৷ সমালোচনার শেষ নেই তাকে নিয়ে৷
উপজেলার অনেক মানুষের সাথে কথা হলে তারা বলেন, নুুরুল ইসলাম নাহিদ করোনাকালীন সময়ে নিজ উপজেলায় আসেননি। রাস্তা ঘাটের বেহাল দশা৷ বার বার আমরা তাকে নির্বাচিত করি কিন্তু আমাদের কোন লাভ হয়নি৷ তার সাথে মানুষের কোন সম্পর্ক নাই। সামনে নির্বাচনে এবার আমরা তাকে ভোট দিব না।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা বলেন, আমরা বার বার ভুল মানুষকে নির্বাচনে বিজয়ী করি৷ দলের একজন ত্যাগী নেতা হয়েও আমিও তার কাছে কোনদিন কিছুই পাইনি। তার সাথে দেখা করার সুযোগও মিলে না৷
এবিষয়ে জানতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি৷
