মো. রিয়াজ উদ্দিন : গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল গ্রুপের কর্মীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন গোলাপগঞ্জের ব্যবসায়ীরা।
খুঁজ নিয়ে জানা যায়, আমিনুল ইসলাম রাবেল মেয়র হওয়ার পর থেকে তার কর্মীরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়েছেন৷ মানুষের সাথে মারামারি, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি থেকে শুরু করে সকল ধরণের অপকর্ম তারা করে যাচ্ছে৷ তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ীরা৷ দোকান প্রতি প্রতিদিন তাদেরকে ১০০ টাকা করে দিতে হয়৷ না দিলে হতে হয় হয়রানির শিকার৷ তাদের ভয়ে কেউ মুখ খুলে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, 'এ কেমন পরিস্থিতির মধ্যে আমরা পড়ছি। প্রতিদিন মেয়র গ্রুপের কর্মীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ আমরা৷ ১০০ টাকা করে প্রতিদিন দিতে হয় তাদের। টাকা না দিলে তারা আমাদের উপর হামলা করে৷ অনেক ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে তাদের হামলার শিকার হয়েছে। মেয়র রাবেলকে এসব বিষয়ে বার বার বললে কোন প্রতিকার মিলেনি৷ এতে বুঝাই যাচ্ছে তিনি এসবের পিছনে জড়িত রয়েছেন।'
এবিষয়ে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের সাথে কথা হলে তিনি বলেন, 'এটা কখনো হতে পারেনা৷ এসব অভিযোগ ভিত্তিহীন৷'
