মো. রিয়াজ উদ্দিন : গোলাপগঞ্জে কামরান আহমদ নামে এক যুবলীগ নেতার ধর্ষণের শিকার হয়েছে ৭ বছরের এক শিশু।
গত সোমবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এঘটনায় যুবলীগ নেতার ভয়ে মুখ খুলতে পারছে না ভুক্তভোগী শিশুর পরিবার।
কামরান আহমদ একই এলাকার মৃত হান্নান মিয়ার ছেলে। সে লক্ষীপাশা ইউনিয়ন যুবলীগের সাথে সম্পৃক্ত রয়েছে।
জানা যায়, কামরান আহমদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী৷ সে সব সময় নেশা করে৷ ঘটনার দিন বিকেলে ভুক্তভোগী শিশুকে চকলেটের লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে শিশুটির মা গিয়ে দেখেন কামরান আহমদ তার মেয়েটি ধর্ষণ করছে। তখন কামরান আহমদ ভয় দেখিয়ে বলে এ কথা যেন কেউ না শুনে। এমনকি থানা পুলিশও যেন না জানে। যদি কেউ জানে তাহলে প্রাণে হত্যা করে ফেলবে৷
এদিকে তার ভয়ে মুখ খুলতে পারছেন না ভুক্তভোগী শিশুর পরিবার। এমনকি থানায়ও মামলা করতে ভয় পাচ্ছেন।
এ বিষয়ে জানতে কামরান আহমদকে কল দিলে তিনি বলেন, 'এ ধরণের কোন ঘটনা ঘটে। তিনি সাংবাদিককে গালি দিয়ে ফোন কেটে দেন।'
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, 'আমরা কোন অভিযোগ পাইনি৷ অভিযোগ পেলে ব্যবস্থা নেব।'
