দোয়ারাবাজার প্রতিনিধি : শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট-এর উদ্যোগে ক্যান্সার রোগীর মধ্যে আর্থিক সহায়তা নগদ টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দোয়ারাবাজার লক্ষীপুর ইউনিয়ন পরিষদে এ নগদ টাকা সহায়তা প্রদান করা হয়।
মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সমন্বয়কারী মোঃ ফখর উদ্দিনের সঞ্চালনায় ট্রাস্ট'র সুলতানপুর শাখার সভাপতি হাজী হুমায়ুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লক্ষীপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম জহির।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সচিব উলিউল্লাহ, ৫নং ওয়ার্ডের সদস্য আহসান হাবীব, ট্রাস্ট'র ৫নং ওয়ার্ড শাখার সভাপতি জজ আলী, সাধারণ সম্পাদক মোবারক আলী, অর্থ সম্পাদক মোঃ এজাজ উল্লাহ, আব্বাছ আলী, আবুল হোসেন, আব্দুল মিয়া প্রমুখ।
ইউনিয়ন পরিষদে নগদ ৮০ হাজার টাকা আলীপুর গ্রামের ক্যান্সার রোগী মোছাঃ তানিয়া আক্তার (নিপা)'র হাতে তুলে দেন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট'র পক্ষ থেকে অতিথিরা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, সকল ধর্মের মর্মকথা হলো মানবপ্রেম ও মানবতা। আর মানবপ্রেম এবং মানবতার উন্নয়নে কাজ করে যাচ্ছে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট।
অনুষ্ঠানে বক্তরা আরো বলেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট যেভাবে মানবতার খেদমতে অবদান রাখছে তা দেখে উদ্বুদ্ধ হয়ে আমাদের সকলের উচিত সৃষ্টি ও মানবতার সেবায় এগিয়ে আসা।
