বিজ্ঞপ্তি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে দলীয় মনোনয়নপত্র পেয়েছেন জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকাস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতৃবৃন্দ তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র তুলে দেন।
এ খবর ছড়িয়ে পড়ার পরপরই গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই এই মনোনয়নকে স্থানীয় জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে মন্তব্য করেন।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- ‘আমাকে মনোনয়ন দেওয়ায় গোলাপঞ্জ ও বিয়ানীবাজাবাসীর পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল শীর্ষ নেতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দল, মত ও ধর্ম নির্বিশেষে ধানের শীষ প্রতীকে সবার দোয়া এবং ভোট কামনা করেছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
