নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজারে গত ৭ দিন ধরে জীবান হোসেন (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে।
গত (২০ নভেম্বর) সোমবার সকালে ৬টার দিকে সে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায়। সে জামিয়া ক্বাসিমুল উলূম কাকরদিয়া শেওলা দক্ষিণভাগ মেওয়া মাদ্রাসার শিক্ষার্থী। এঘটনায় তার বাবা রমিজ হোসেন নিখোঁজের ৭দিন পর আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (ডায়েরি নং: ১৩৫০, ২৮/১১/২০২৩ইং) করেন।
নিখোঁজ মাদ্রাসা ছাত্রের বাড়ি কুড়ার বাজার ইউনিয়নের পূর্ব আঙ্গারজুর গ্রামে।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ জীবান হোসেন (১৬) শেওলা ইউনিয়নের জামিয়া ক্বাসিমুল উলূম কাকরদিয়া মাদরাসার ছাত্র। সে গত সোমবার (২০ নভেম্বর) সকাল ৬ টার দিকে মাদ্রাসা থেকে হারিয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও এখন পর্যন্ত তার খুঁজ পাওয়া যায়নি।
মাদ্রাসার ছাত্র কয়েকজনের কাছ থেকে জানা যায়, সে ফজরের নামাজের সময় মাদ্রাসায় ছিল। তারপর থেকে তাহার কোন খবর পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার সময় তার গায়ে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবী ও সাদা টুপি পরিহিত ছিল। তার উচ্চতা: ৫ ফুট ৩/৪ ইঞ্চি।
যদি কোন হৃদয়বান ব্যক্তি মো: জীবান হোসেনের সন্ধান পেয়ে থাকেন নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মোবাইল: ০১৭৫৪-৩০৯৩৮৮/ ০১৮৭৮-২৪৫১৪২।
