জৈন্তাপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৩২- জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৪-আসনে বর্তমান সাংসদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভ করায়, অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান,যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।
গণমাধ্যম পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের অহংকার গৌরব প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান আহমদকে পুনরায় নৌকা প্রতীকে মনোনীত করায়। তিনি আশাবাদ ব্যাক্ত করেন জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার মূল্য অতীতের মত আগামীতেও দিতে সক্ষম হবে। সেই সাথে আসন্ন ৭ জানুয়ারি ভোট গ্রহনের দিন দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ইমরান আহমেদকে বিপুল ভোটে নির্বাচিত করে সপ্তমবারের মত জাতীয় সংসদে পাঠাবে।
উল্লেখ্য, রবিবার (২৬ নভেম্বর) বিকেল ৪ টায় রাজধানী ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের ২৯৮জন মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।জৈন্তাপুর প্রতিনিধি:জৈন্তাপুর প্রতিনিধি:
