দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় তৈরী ৭৫ বোতল মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারি হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাও গ্রামের গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে কবির হোসেন (৫৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় উপপরিদর্শক মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাও গ্রামের রাস্তার উপর তল্লাশি করে কবির হোসেনের হেফাজতে থাকা ৭৫ বোতল অফিসার চয়েজ মদ জব্দ ও কবির হোসেনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।