জৈন্তাপুর প্রতিনিধি : হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত সুফলভোগীদের মধ্যে মুরগি বিতরণ করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলার ৫ টি ইউনিয়নের ২৪০ টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারে ১৫টি করে ৩ হাজার ৬ শত মুরগি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এসব মুরগি বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: আব্দুল্লাহ আল-মাসুদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু জাহের ও মুজিবুর রহমান।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার হাওড় অঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। হাওড়ের বিশাল প্রাকৃতিক সম্পদ-কে কাজে লাগানোর পাশাপাশি প্রত্যেক পরিবারের বাড়তি আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যেমে সরকারের পক্ষে গবাদি পশু ও হাঁস-মুরগি বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন- সঠিক ভাবে মুরগি লালন পালনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ উন্নয়ন ও জনগণের আমিষের চাহিদা পুরনে বিশেষ ভূমিকা রাখবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রকল্পের সুপার ভাইজার পঙ্কজ দে নিওন, শরিফুল ইসলাম, ইউনিয়ন সুপার ভাইজার হাবিবুর রহমান, আলতাফুর রহমান, আবিদা সুলতানা, শামসুজ্জামান, মনতাজ আলী।