জৈন্তাপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪-আসনে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেয়ে ৭-দিনের সরকারি সফরে সিলেটে ফিরেছেন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৪ আসন থেকে ৬ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।
সোমবার(২৭ নভেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী এয়ারপোর্টে পৌঁছালে মন্ত্রীকে শতশত দলীয় নেতাকর্মী ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দীন খান, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন, উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব আলী কালা, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, শাহেদ আহমেদ, জেলা পরিষদ সদস্য সুবাশ দাশ, গোয়াইনঘাট পূর্ব আলীর গাও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নন্দিরগাও ইউপি চেয়ারম্যান কামরুল হাসান আমীরুল, পশ্চিম জাফলং ইউনিয়ন চেয়ারম্যান মামুন পারভেজ সহ জেলা ও মন্ত্রীর নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সোমবার (২৭ নভেম্বর) মন্ত্রীর একান্ত সচিব আহমেদ কবির স্বাক্ষরিত এক সফরসূচিতে তা জানানো হয়। এ সময়ে তিনি তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের অন্তর্ভুক্ত জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
সফরসূচিতে বলা হয় সোমবার রাত নয় ঘটিকার সময় সিলেট এসে পৌছবেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন।
বুধবার (২৯ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমুলক কাজের অগ্রগতি পরিদর্শন ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট -৪ আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন।
এরপর আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। সেই সাথে এই দুই উপজেলায় আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও যৌথ কর্মী সভায় যোগদান করবেন।
সর্বশেষ সোমবার (৪ ডিসেম্বর) রাতে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান ও ব্যক্তিগত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তাঁর সফরসঙ্গী সাথে থাকবেন।।
