মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সদর চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত রেজাউল করিম পাহাড় বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে। রেজাউল করিম নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।
রেজাউল করিম নাঈমের মামা শাহরুখ মিয়া জানান, গতকাল মঙ্গলবার বিকালে ফেসবুকে লেখালেখি নিয়ে নাঈমের সাথে পাশের বাড়ির রনির কথা কাটাকাটির একপর্যায়ে রনি তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে নাঈমের বাবা-মার সামনে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে রাস্তায় তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।