আলোচিত সিলেট ডেস্ক : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার ৪১ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি অলি আহমেদ ও তোফায়েল আহমেদ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি মিনহাজ আহমেদ, জুনেল তরফদার, কাজী নজরুল ইসলাম, নাঈম আজাদ তালুকদার, মোঃ রাসেল আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, লিজা আক্তার, মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন তরফদার, রিপন বক্স, উজ্জল মিয়া , সোনিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক আশরাফ সিদ্দিক বোরহান মোহাম্মদ, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম সরদার, মোঃ রবিন আহমেদ, মারুফা আক্তার, দপ্তর সম্পাদক দ্বীপ পাল চৌধুরী, সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ জুনায়েদ আলী, সহকোষাধ্যক্ষ ইফতিয়ার আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার আহমেদ লাবিব জাকারিয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সুবেল মিয় তালুকদার , সমাজসেবা সম্পাদক আমিরুল ইসলাম সাগর, সহ সমাজসেবা সম্পাদক মোঃ পলাশ মিয়া, আইন সম্পাদক তানজির হোসেন সুমন, সহ আইন সম্পাদক ফাহিম মিয়া , ছাত্রী বিষয়ক সম্পাদক খাদিজা চৌধুরী আঁখি, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক মাহবুবা খাতুন তামান্না, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হাবিবুর রহমান রুবেল, সহ কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক আব্দুর রাজ্জাক, সাহিত্য সম্পাদক মোঃ জাবেদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রাজু মিয়া, কার্যকরী সদস্য মোহাম্মদ মোশাহিদ আহমদ, ফয়ছল আহমেদ, আশরাফুল হাসান, আবুল কালাম আজাদ, আরিয়ান আহমেদ রায়হান, মোজাক্কির আহমেদ, মোহাম্মদ ফকরুল হোসেন।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম , সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব ও সহ-সভাপতি নাহিদ উদ্দিন তারেকসহ প্রস্তুত কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ আমার উপর যে আস্থা রেখেছেন সে জন্য সর্বপ্রথম মহান আল্লাহ্ ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দেশের সকল স্তরে যখন অন্যায়, অনিয়ম, দুঃশাসন নিত্যদিনের সঙ্গী ঠিক তখন একটি রাজনৈতিক প্রতিকূল মুহূর্তে এতোবড় একটি দায়িত্ব পালন করা আমাদের জন্যে সত্যিই চ্যালেঞ্জের। তবুও আমি আমার উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ নীতি নৈতিকতার সাথে পালন করার চেষ্টা করবো। এবং সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে হবিগঞ্জ জেলাকে সারাদেশের মধ্যে একটি সু-সংগঠিত ও শক্তিশালী জেলা ইউনিট হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ্।