গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে হাওরে মোবাইল কোর্টের অভিযানে ২৬টি চায়না দোয়ারি/রিং জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ধামড়ির হাওরে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে নেতৃত্বদেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযানে সহায়তা করে।
জানা যায়, দেশিও প্রজাতির মাছ রক্ষায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা-১৯৮৫ এর আওতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৬টি চায়না দোয়ারি/রিং জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন,'জনস্বার্থে দেশিও প্রজাতির মাছের সুরক্ষা এবং মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।'