গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সনাতন সেবক সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) নতুন কমিটি গঠনে উপস্থিত ৫৩ জন সদস্যদের প্রকাশ্য ভোটে অধ্যক্ষ অসীম চন্দ্র পালকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট (২০২৩-২৪) একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কর্মকর্তা অমীয় ভূষন পাল ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অমল কুমার নাগ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি অজিত কুমার দেবনাথ, সহসভাপতি দ্বীপেশ চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কান্তি কর, সাংগঠনিক সম্পাদক ডা.সুশীল হালদার, অর্থ ও দপ্তর সম্পাদক শ্যামল বৈদ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক শান্ত মালাকার, ধর্ম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক গোপাল মালাকার, নির্বাহী সদস্য নিক্সন তালুকদার, ফুলু রানী চক্রবর্তী।
সভায় সর্বসম্মতিক্রমে একই দিনে নির্বাচন পরিচালনা কমিটি তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীরেন্দ্র চক্রবর্তী, নলীনী মালাকার,নারায়ণ দেবনাথ, সমকাল প্রতিনিধি রতন মনী চন্দসহ প্রমূখ।