ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক ভোরের কাগজ,আজকের সিলেটডটকম এর ওসমানীনগর প্রতিনিধি মলয় চক্রবর্তী বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকসহ বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২১ ডিসেম্বর সিলেট ওসমানী নগর উপজেলার পৈলনপুর ইউনিয়নের আব্দুল হেকিম (৭০) তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গণির বিরুদ্ধে হত্যার হুমকিসহ বিভিন্ন অভিযোগ তুলে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সম্মেলনের এ সংবাদটি দৈনিক মানবজমিন, স্থানীয় দৈনিক শুভ প্রতিদিন, শ্যামল সিলেট, আজকের সিলেট ও এনটিভি ইউরোপসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে “ওসমানীনগরে পুত্রের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রচারিত হলে সেই খবরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন সাংবাদিক মলয় চক্রবর্তী।
এই ঘটনার জের ধরে দুই বছর পর গত ২ অক্টোবর সাইবার নিরাপত্তা আইনে সিলেট সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালে মলয় চক্রবর্তীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও সাজানো মামলার আবেদন করেন সংবাদ সম্মেলনকারীর পুত্র মোহাম্মদ আব্দুল গণি। মামলা নং-১৯৬।
মামলার আবেদন করলে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। এই ঘটনায় গতকাল রাতে ওসমানীনগর উপজেলার কর্মরত সাংবাদিকরা এক প্রতিবাদ সভার আয়োজন করেন।
ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন সাংবাদিক উজ্জল ধর, শেখ ফয়ছল, উজ্জল দাশ, জয়নাল আবেদীন, রনিক পাল, এমদাদুর রহমান খান, শরিফ আহমদ চৌধুরী, সাইদুর রহমান, জিতু আহমদ, আব্দুল মালিক, সিতু সুত্রধর, ফজলু মিয়া, ফাহিম আহমদ, শশাংক চৌধুরী, মোবাইল জার্নালিস্ট এসোসিয়েশনর সদস্য হারুনোর রশিদ, সুহেবুর রহমান, উজ্জল মিয়া মুন্না, সাজু আহমদ, জাহেদ আহমদ, জয়নাল আবেদীন প্রমুখ।
ষড়যন্ত্রমূলক এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রেসক্লাবের দ্বার সকলের জন্য খোলা। এখানে বাবা এসে ছেলের বিরোদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। ছেলেরও বাবার বিরোদ্ধে অভিযোগ থাকলে তিনিও তা তুলে ধরতে পারেন। প্রেসক্লাবের সাংবাদিকরা এখানে নিরপেক্ষ। অতিদ্রুত মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত এ সাজানো মামলা প্রত্যাহার না করলে পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির ঘোষনা দিবেন উপজেলায় কর্মরত সাংবাদিক নেতারা।