গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুম্মা আল জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলূম দাড়িপাতন গোলাপগঞ্জের আয়োজনে পৌরশহরের চৌমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংহিত সমাবেশে মিলিত হয়।
সংহিত সমাবেশে হা. মাও আব্দুল গফ্ফারের এর সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাও মো. ইকবাল হুছাইনের পরিচালনায় বক্তব্য রাখেন- হা. মাও রুহুল আমিন, মাও আব্দুল মুহিত, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, সমাজসেবী আব্দুল লতিফ সরকার, ইলিয়াছ বিন রিয়াছত, শিক্ষানুরাগী সাহেদ আহমদ চৌধুরী, মাও আবুল হুসেন জিরান, মাও ইয়াহয়া মাহমুদ, মাও উমর ফারুক প্রমূখ।
বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ কয়েক শতাধিক মুসলমান অংশগ্রহণ করেন।