গুরুত্বপূর্ণ মুহূর্তে ১২৯ বলে ৯৭ রানের কার্যকর পার্টনারশিপ গড়েন মিরাজ ও শান্ত। ৭৩ বলে ৫৭ রান করে নবীন-উল-হকের শিকার হয়ে সাজঘরে ফেরেন মিরাজ। তবে অন্যপ্রান্ত আগলে রাখেন শান্ত। অধিনায়ক সাকিব ১৪ রানে সাজঘরে ফেরেন। তবে ৫৯ রানে অপরাজিত ছিলেন শান্ত।
এর আগে রান আউটের শিকার হয়ে ওপেনার তানজিদ হাসান ফেরেন মাত্র ৫ রানে। লিটন কুমার দাসও তার ইনিংস লম্বা করতে পারেননি। ফজলহক ফারুকির শিকার হয়ে ১৩ রানে সাজঘরে ফিরেছেন লিটন।
এর আগে আফগান শিবিরে ধস নামান সাকিব ও মিরাজ। টাইগারদের হয়ে দু’জনেই নিয়েছেন তিনটি করে উইকেট। পেসার শরিফুলও ঝুলিতে পুরেছেন আফগানদের দুই উইকেট।