জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটর জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্বসাতজনি গ্রামে অবিরাম বৃষ্টিপাত হওয়ায় টিলা ধসে ৩টি পরিবারের বসতঘর মাটি চাপা পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় পরিবারের কেউই হতাহত হয় নাই।
শনিবার (৭ অক্টোবর) ভোর রাতে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্বসাতজনি গ্রামে টিলা ধসের ঘটনা ঘটে।
জানা যায়, কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাতের ফলে লেদই পাত্র (৬৫) সুদেন পাত্র (৪৬) ও রণ পাত্র (৫৫)'র পাশাপাশি থাকা ৩ টি পরিবারের বসতঘর মাটি চাপা পড়ে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, শনিবার ভোররাতে বৃষ্টি চলাকালীন সময়ে হঠাৎ করেই ঘরের দেয়ালে মাটি ধসে পড়ে। আমরা একে অপরকে ডাকাডাকি করে ঘর থেকে বের হয়েছি।
আশপাশের লোকজন এগিয়ে এসে আমাদেরকে প্রাণে রক্ষা করেন। মূহুর্তের মধ্যেই ৩ টি পরিবারের বসতঘরের উপর টিলা ধসে মাটি চাপা পড়ে। আমরা ঘরের মালামাল রক্ষা করতে পারি নাই।
ঘটনার খবর পেয়ে দুপুর ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম। তিনি তাৎক্ষনিক ভাবে নগদ ১০ হাজার টাকা দিয়ে সহায়তা করেন।
তিনি জানান, জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করে ক্ষতিগ্রস্থ বসতঘর মেরামত সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতি বৃষ্টি চলাকালীন সময়ে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য: গত বছরের ৬ জুন একই গ্রামে এ কি পরিবারের ৪ জন নিহত হয়েছিলেন।