রাজা মিয়া, বিশ্বনাথ : হঠাৎ করে সিলেটের বিশ্বনাথ টু খাজাঞ্চি রোডের একটি কালভার্ট ভেঙ্গে পড়েছে। এতে করে ব্যস্ততম এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে প্রায় লাখো মানুষ চরম ভোগান্তি ও দূর্ভোগে পড়েছেন।
তবে, ব্যস্ততম এই সড়কে চলাচলের উপযোগী করে তোলার জন্য দ্রুত সময়ে কাজ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর।
জানা গেছে, বিশ্বনাথ-খাজাঞ্চি রোডের জানাইয়া স্কুল সংলগ্ন স্থানে সড়কে কালভার্ট ভেঙ্গে সড়কে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে করে ব্যস্ততম এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে পৌরসভা ১নং ওয়ার্ড ছাড়াও অলংকারী এবং খাজাঞ্চি ইউনিয়নের প্রায় লাখো মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। আরও জানা গেছে, এই সড়ক সংস্কারের কাজ চলছে।
স্থানীয় বাসিন্দা ফয়জুল ইসলাম, ফুজায়েল আহমদ জানান, এই সড়ক পৌরশহরে আসার একমাত্র সড়ক। বিগত বেশ কিছুদিন ধরে সড়কে কাজ ধীরগতিতে চলিতেছে। তাই বেশ দূর্ভোগ পোহাতে হচ্ছে। আর এখন কালভার্ট ভেঙ্গে যাওয়ায় চলাচল বন্ধ রয়েছে। এ কালভার্টটি দ্রুত সংস্কার করা অতি জরুরি হয়ে পড়েছে।
পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক বলেন, হঠাৎ করে শুক্রবার রাতে কালভার্টটি ভেঙ্গে পড়ায় আমাদের এলাকার জনসাধারণের দূর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ হয়েছে, চলার উপযোগী করে তোলার জন্য দ্রুত কাজ করছেন বলে জানিয়েছেন।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. আবু সাঈদ বলেন, চলাচলের উপযোগী করে তোলার জন্য দ্রুত কাজ করা হচ্ছে। এছাড়া এই কালভার্টটি নতুন করে নির্মাণ করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে রাস্তার কাজও শেষ হবে বলে তিনি জানান।