গোলাপগঞ্জ প্রতিনিধি : জাতীয় শোক দিবসের কারণে কেক না কেটে দোয়া মাহফিলের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলামের জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ৯টায় পৌর শহরের গোল্ডেন গ্রুপের কার্যালয়ে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে (গোল্ডেন গ্রুপ) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা যুবলীগ নেতা বাহার আহমদ, এনামুল হক এনাম, পৌর আওয়ামীলীগ নেতা সুমন আলী, পৌর যুবলীগ নেতা রাহি আহমদ, এরাফ আহমদ, হোসেন আহমদ, মকতার আহমদ, রুবেল আহমদ, শহীদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহমুদ আল মারজান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রুবেল, মাহিন আহমদ কিবরিয়া, পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি বিপ্রতীপ চন্দ তাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ রাজু, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিহাদ রাজু, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সুবহান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান নিপু, অর্থ সম্পাদক রাফি আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা রুহিন আহমেদ, লিমন আহমেদ, মঞ্জুর আহমেদ, জাবেদ আহমেদ, সামাদ আহমেদ, জুয়েল আহমদ, নাহিদ আহমেদ, সাকিল, ওমর, নাঈম আহমেদ, রনি আহমদ, রহমতুল্লাহ প্রমুখ।
এসময় দোয়া পরিচালনা করেন সুমন আহমদ।