জাকারিয়ার আকস্মিক মৃত্যুতে মা-বাবা, স্ত্রী ও শ্বশুরবাড়ীর লোকজন হতবিহ্বল হয়ে পড়েন। পুরো গ্রামে নামে শোকের ছায়। স্বজনের কান্নায় ভারি হয়ে ওঠে পরিবেশ। গ্রামের মানুষও চোখে পানি ধরে রাখতে পারেনি।
জাকারিয়ার বাবার নাম রেজাউল করিম। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জাকারিয়া পেশায় একজন টাইলস মিস্ত্রি। সোমবার রাতে নতুন বউ নিয়ে তিনি বাড়িতে ফেরেন। তার বাবা বলেন, এটা আমার ভাগ্য। কারও কোনো দোষ নেই।
কাহালু থানার ওসি মাহামুদ হাসান বলেন, ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান জাকারিয়া। ট্রাক্টরটি জনতা থামাতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।
সূত্র : সমকাল