কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট ৪ আসনের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী মোঃ গোলাপ মিয়ার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও সিন্নি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় কোম্পানীগঞ্জের কলাবাড়ী জামেয়া ইসলামিয়া মহিলা মাদরাসায় পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম চেরাগ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি তেরা মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: গোলাপ মিয়া।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে গোলাপ মিয়া বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ বাংলাদেশকে স্বাধীন করেছে। স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলা নির্মাণের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু এদেশের কিছু মীরজাফর ও বিপদগামী সেনা কর্মকর্তারা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে বঙ্গবন্ধুর স্বপ্নকে ধুলিস্যাৎ করেছে। তবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণের কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ আমাকে নৌকা প্রতীক দিলে সিলেট ৪ আসনের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি সকল সমস্যার সমাধন করে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, মুক্তিযোদ্ধা কছির মিয়া, আবদুস শহীদ কলাবাড়ী মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আইয়ুব আলী প্রমূখ।
দোয়া মাহফিল শেষে ১৫ আগস্ট নিহত সকলের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করে উপস্থিত সকলের মাঝে সিন্নি বিতরণ করা হয়। এ সময় গোলাপ মিয়া কলাবাড়ী ও বুধবারি বাজার এলাকায় গণসংযোগ করেন।