বুধবার (৩০ আগস্ট) মহানগরীর কাজিরবাজারের মাছবাজার সংলগ্ন সুরমা নদী থেকে অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
লাশটির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে। ময়না তদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখার কর্মকর্তা তাজুল ইসলাম।
তিনি জানান, লাশটির পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে বলেও জানান তিনি।