গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে কুমিল্লা থেকে জরুরি কাজ শেষ করে বাড়িতে এসে দেখেন নিজের ঘরে চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় রোববার (১৬ অক্টোবর) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তরনগর গ্রামের আলম আহমদ (৪২) গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর শুক্রবার জরুরি কাজে আলম আহমদ পরিবারসহ কুমিল্লায় যান। যাওয়ার সময় ঘর তালাবদ্ধ করে রেখে যান। কুমিল্লা থেকে রোববার (১৬ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাড়িতে এসে দেখেন ঘরের তালা ভাঙা। এসময় ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন আলমারি ও সকোসে রাখা সকল মালামাল এলোমেলো ভাবে ফেলে রাখা। এসময় কে বা কাহারা ঘরে রাখা জমির দলিলপত্র, জাতীয় পরিচয় পত্র, আনুমানিক ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের দেড় তোলা সোনা, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল যার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-হ ৫৫ ৫৭ ৯১ যাহার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এসআই মোফাখখারুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।
এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে নির্বাচনী কাজে আমি সিলেটে আছি। এখনও থানায় যাইনি। ৮টার পর থানায় যাওয়ার পর দেখে বলতে পারব।
