ফাহিম আহমদ, গোলাপগঞ্জ : হাতেগুনা কয়েক ঘন্টা পর আগামীকাল সোমবার সিলেট জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে সাধারণ সদস্য পদে ৭নং ওয়ার্ড গোলাপগঞ্জ থেকে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। শেষ পর্যন্ত এই ওয়ার্ড থেকে কে হচ্ছেন নির্বাচিত সদস্য, তা নিয়ে চলছে নানা আলোচনা।
৭নং ওয়ার্ডে ভোটার হচ্ছেন ১৫৯ জন। এরমধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ছুটি নিয়ে আমেরিকায় আছেন। ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ছুটি নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। অপরদিকে পশ্চিম আমুড়া ইউনিয়নের ইউপি সদস্য লুকুছ মিয়া আমেরিকা চলে গেছেন। ফলে ৭নং ওয়ার্ডে বর্তমানে ভোটার ১৫৬জন।
৭নং ওয়ার্ডে দুজন প্রার্থীর মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এরমধ্যে একজন বর্তমান সদস্য বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের স্যায়িদ আহমদ সুহেদ। তিনি অটোরিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অন্যজন পৌর এলাকার দাড়িপাতন গ্রামের মো. ফয়জুল ইসলাম ফয়সল। তিনি বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
অপর দু'জন প্রার্থী হলেন উপজেলার বাদেপাশা ইউনিয়নের কেওটকোনা গ্রামের অ্যাডভোকেট এম. মুজিবুর রহমান মুজিব। তিনি লড়বেন তালা প্রতীক নিয়ে। অপরজন পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামের মো. ফজলুর রহমান জসিম। তার প্রতীক হচ্ছে ঘুড়ি।
এদিকে ভোটাররা শেষ পর্যন্ত তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে রয়েছেন অপেক্ষায়। শেষ পর্যন্ত এ ৪ প্রার্থীর মধ্যে কে বিজয়ী হবেন সেটাই এখন দেখার বিষয়।
