কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ৫ শ পিছ ইয়াবা টেবলেট সহ মাদক ব্যবসায়ী আব্দুল হাশিমকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাওঁ গ্রামে মাদক ব্যবসায়ীর বসত ঘর থেকে মাদক সহ কোম্পানীগঞ্জ থানার এসআই শাহ আলম ও সঙ্গীয় ফোর্স তাকে আটক করে।
সে টুকেরগাওঁ গ্রামের মৃত তেরাব আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের সীমান্তবর্তী থানা কোম্পানীগঞ্জ। এই থানায় এলাকায় ভারত থেকে মাদক এনে অনেকেই ব্যবসা করতে চাই কিন্তু থানা পুলিশ সব সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করায় মাদক ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না। এই থানা এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
