নিজস্ব প্রতিবেদক : পিএইচডি অর্জন করায় লিডিং ইউনিভার্সিটির
ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জিয়াউর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার ও আইসিটি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার অফিসে মুহাম্মদ জিয়াউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ট্রেজারার বনমালী ভৌমিক বলেন, মোহাম্মদ জিয়াউর রহমানের পিএইচডি ডিগ্রি অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। আমাদের শিক্ষার্থীরাও উক্ত পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষকের কাছ থেকে অনুপ্রেরণা পাবে এবং আমি মনে করি আমাদের ইউনিভার্সিটির শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে সক্ষম হবে।
