গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টায় গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় এসপি আবদুল্লাহ আল মামুন উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের বলেন- পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে হবে। এজন্য তিনি সবাইকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহরিয়ার বিন সালেহ, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রাণ তালুকদার, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
এছাড়া গোলাপগঞ্জ মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
