নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে হাওরে কাজ করতে গিয়ে সফিকুল মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের জামিরুল মিয়ার পুত্র।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ জানান- উল্লেখিত সময়ে ওই কৃষক বাড়ির পার্শ্ববর্তী হাওরে কৃষি কাজ করছিল। এসময় হঠাৎ করে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে সে বজ্রঘাত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
