গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও আজীবন দাতার চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা ও আজীবন দাতার চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে, শিক্ষক সাইকুল ইসলাম ও আব্দুল হামিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন সদস্য ডা. এইচ এম ফখরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ছাত্র সাদিকুল ইসলাম শাওনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা বদরুদ্দোজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য এম জেড আলম, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকুর রহমান, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাহবুবুল হক, ইউপি সদস্য ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুৎস্ন্যা ময়ি আচার্য্য, সিলেট জেলা যুবলীগ নেতা শাহিন আহমদ,শিক্ষক শফিক উদ্দিন, সাইফুল ইসলাম মামুন, নাজমুল ইসলাম, ইউপি সদস্য সালমান কাদের দিপু, রাজু আহমদ, মাহমুদুল হাসান বাচ্ছু প্রমুখ৷
এছাড়াও প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
