গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে এক ট্রাক চালককে চড়থাপ্পড় মারার অভিযোগে রাস্তা বন্ধ করে দেয় শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় প্রায় ঘন্টা ব্যাপী সিলেট-জকিগঞ্জ সড়ক বন্ধ থাকে।
ট্রাক চালক বলেন- তিনি গাড়ি নিয়ে সুতারকান্দি যাচ্ছিলেন। গোলাপগঞ্জ মডেল থানার সামনে আসা মাত্র একটি সাদা কার তার গাড়ির সামনে পড়ে। এসময় গাড়ি থেকে একজন পুলিশ সদস্য তাকে গালাগালি করেন। গালাগালির কারণ জানতে চাইলে ওই পুলিশ সদস্য তাকে চড়থাপ্পড় মারেন বলে জানান তিনি।
এমন অভিযোগ এনে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যানের শ্রমিকরা সড়কের মধ্যেখানে গাড়ি দিয়ে বেরিকেড দেয়। প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ থাকায় সড়কের দু'পাশে শতশত গাড়ির লাইন তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।
যাত্রীদের অভিযোগ, আপনাদের সমস্যা আপনারা সমাধান করবেন। রাস্তা বন্ধ করে সাধারণ জনগণকে কেন ভোগান্তিতে ফেলবেন?
এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনের কাছে সময় বেধে দিয়েছেন শ্রমিকরা।
