নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর ৭ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ ৷
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ আগস্ট) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ী মোকামটিলা গ্রামে ৭ম শ্রেণী পড়ুয়া ছাত্রকে বসত বাড়ীতে একা পেয়ে জোর পূর্বক ভাবে বলাৎকার করে একই গ্রামের মোস্তাফা মিয়ার ছেলে শফিকুল ইসলাম কালা মিয়া (৪৫) ৷
ভিকটিমের ৭ম শ্রেণী পড়ুয়া ছাত্র ও মামলার বাদী ভিকটিমের মা জানান, সোমবার তিনি ছেলেকে বাড়ীতে রেখে ব্যাংকের কিস্তির টাকা পরিশোধের জন্য উপজেলা সদরে যান৷ বাড়ীতে ফিরে তার ছেলে শারিরিক অবস্থাদেখে হতভম্ব হয়ে পড়েন ৷ ছেলেকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন শফিকুল ইসলাম কালা মিয়া (৪৫) তার ছেলেকে একা পেয়ে তাদের বসতঘরে প্রবেশ করে জোর পূর্বক বলাৎকারের ঘটনাটি ঘটায় ৷ পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে আইনের সহায়তা নিতে পরামর্শ দেন ৷ এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ এদিকে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পুলিশ তাদের হেফাজতে নিয়েছে ৷
অপরদিকে অভিযোগের ভিত্তিত্বে পুলিশ সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টায় অভিযান পরিচালনা করে উপজেলার বাজার হতে শফিকুল ইসলাম কালা মিয়া আটক করে ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে এবং ভিকটিমের শারিরিক অবস্থা দেখে অভিযোগ আমলে নিয়ে আভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করা হয়েছে ৷ মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১১টায় থাকে আদালতে প্রেরণ করা হয়েছে ৷
