বুধবার (৩১আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা নিশ্চিত করেছেন।
এরআগে গত ২জুন (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’কে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছিল।
মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেটের পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হয়েছিলেন ২০১৯ সালের ২৪ শে জুন। আজ বুধবার (৩১ আগস্ট) ৩ বছর ২ মাস ৭দিন পূর্ণ করে সিলেট ছাড়ছেন তিনি।
সিলেটে যোগদানের পর বেশ সুনাম কুঁড়িয়েছেন। কর্মকালের শেষ দিনের আগেই সিলেটের প্রতি আবারো ভালোবাসার জানান দিলেন বিদায়ী পুলিশ সুপার ফরিদ উদ্দিন। অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি হওয়ায় নতুন কর্মস্থলে যোগদানের জন্য সিলেট ছাড়তে হচ্ছে মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমকে।
