আলোচিত সিলেট ডেস্ক : সিলেট নগরের বাদামবাগিচায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদামবাগিচার ২নং রোডের ২৩ নং বাসায় ঘটনাটি ঘটেছে।
গলায় ছুরি চালানো ব্যক্তির নাম মো. শাহজাহান।
ঘটনাস্থল থেকে সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম জানান, পারিবাহির কলহের জেরে শুক্রবার সন্ধ্যায় শাহজাহান তার স্ত্রী ফারজানা ও শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে নিজের গলা ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেন। তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শাশুড়ির নাম জানা যায়নি।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
