নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধ্বসে চা শ্রমিক জনগোষ্ঠীর একই পরিবারের তিনজনসহ চার নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছাড়া চা বাগানে এই ঘটনাটি ঘটে।
নিহতের মধ্যে একজন লাখাইছড়া চা-বাগানে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুন মাহালীর স্ত্রী রাধামনি মাহালি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চা- শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ।
নিহত বাকি তিনজন হলেন, স্বপন ভূমিজের স্ত্রী হীরা রানী ভূমিজ, মিথুন ভূমিজের স্ত্রী রীনা ভূমিজ ও রিপন ভূমিজের স্ত্রী পূর্নিমা ভূমিজ।
এদিকে স্থানীয় ফায়ার সার্ভিসের দল উদ্ধার কাজে যুক্ত হয়েছে বলে জানা গেছে।
বিস্তারিত আসছে…
