গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও উস্কানিমূলক স্ট্যাটাসের অভিযোগ এনে আনাছ মাহফুজ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানায় এ অভিযোগ করেন উপজেলা বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা শাহপাড়া গ্রামের লাল মিয়ার পুত্র শাহ আজমান (৩৪)।
অভিযুক্ত আনাছ মাহফুজের বাড়ি একই ইউনিয়নের তুড়ুগাঁও গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আনাছ মাহফুজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজ আইডি (Anas Mahfuj) থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে আসছেন।
এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খানের ছবিসহ অশালীন বাক্য ব্যবহার করে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করে আসছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
