নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার পৌর এলাকার একটি বসত ঘর থেকে অভিনব কায়দায় মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে পৌরসভার খাসাড়ীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঐ দিন বিয়ানীবাজার থানায় সাধারণত ডায়রী করেছেন ভুক্তভোগী রুহেল আহমদ। জিডির সূত্র ধরে ঘটনার তদন্তে মাঠে কাজ শুরু করেছে পুলিশের বিশেষ টিম। তথ্য প্রযুক্তির মাধ্যমে চুর চক্রের গুরত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। শীগ্রই পুরো চক্র পুলিশের জালে ধরা পড়বে বলে আশ্বাবাদী ভুক্তভোগীরা।
জানা যায়, গত বৃহস্পতিবার সকালে জনৈক পর্দানশীন এক তরুনী ভুক্তভোগী রুহেল আহমদের বাড়িতে গিয়ে তার বৃদ্ধ মায়ের কাছে ঐ তরুনী জানায় যে, সে খাসাড়িপাড়া গ্যাস ফিল্ড এলাকায় তার বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে রাস্তা ভুলে গেছে। তার ভাই কিছুক্ষনের মধ্যে এসে তাকে নিয়ে যাবে। এসময় সে তার ভাইয়ের সাথে যোগাযোগ করতে মহিলার মোবাইল ফোন চাইলে তিনি তাদের ব্যবহৃত একটি বাটন ফোন দেন। সেখান ঐ ফোন থেকে তার ভাই পরিচয়ে কারো সাথে কথা বলে। এসময় সে ঐ মহিলার কাছে পানি চাইলে তিনি পাশের ঘরে পানি আনতে যান। এসময় সে (তরুনী) সবার অগোচরে সেলফের উপরে থাকা একটি সামসাং ফোন নিয়ে ও বাটন ফোনে ভাইয়ের পরিচয়ে কথা বলা কল লিষ্ট ডিলেট করে পালিয়ে আসে। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই ঐ তরুনী অল্প বয়সী এক তরুনে মোটরসাইকেলে করে দ্রুত বাড়ি ত্যাগ করে। এর কিছুক্ষণ পর যথাস্থানে মোবাইল ফোনটি না পেয়ে পুরো প্রতারণা ও চুরির বিষয়টি নজরে আসে ভুক্তভোগীদের।
এদিকে, থানায় সাধারণ ডায়রীর সূত্র ধরে বিয়ানীবাজার থানার একটি চৌকস টিম অনুসন্ধান শুরু করেছে । রবিবার পর্যন্ত অনুসন্ধানের অগ্রগতি হয়েছে উল্লেখ করে পুলিশের কর্মকর্তা জানান খুব শীগ্রই পুরো চক্রটির পরিচয় সনাক্ত করা সম্ভব হবে। ইতিমধ্যে ফোনে কথা বলা তরুন ও তার কয়েকজন সহযোগীর পরিচয় পাওয়া গেছে।
এদিকে ভুক্তভোগী পরিবারের দাবী, এসময় সিমসহ মোবাইল ফোনের সাথে ঐ দিন ব্যাংক থেকে উক্তোলন করা নগদ টাকা ও স্বর্নালংকার চুরি করেছে ঐ চক্রটি। এ ঘটনায় তাদের নাম উল্লেখসহ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানান, বিয়ানীবাজার থানা এলাকায় চুরি, মাদক রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।
