গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ সমিতি মিশিগান (ইউ.এস.এ) এর উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার বাঘা ইউনিয়নের একশত পরিবারকে একহাজার টাকা করে নগদ এক লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় দক্ষিন বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদীর শাফি চৌধুরী এলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং বাঘা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছামাদ, দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াত আহমদ, সমাজসেবীে আব্দুল রাজ্জাক, ছাদ উদ্দিন, ফারুক উদ্দিন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী।
গোলাপগঞ্জ সমিতি সমিতি মিশিগান (ইউ.এস.এ) এর সহ-সভাপতি আবুল লেইছের সভাপতিত্বে ও শিক্ষক শেখ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী নাজমুছ ছাকিব।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাম্মী চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন, সমাজসেবী নুরুল ইসলাম, আবুল হাসনাত, জুয়েল আহমদ প্রমুখ।
